বরিশালসহ বিভাগজুড়ে হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চলতি বছর বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিন হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দু’হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪০৭ জন রোগী।
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১১০ জন। সরকারি হিসেবে আক্রান্ত রোগীর সংখ্যা তিন সহস্রাধিক রোগীর কথা বলা হলেও বাস্তবে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকরা।
স্বাস্থ্য বিভাগে তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চারজন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, ভোলা
সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছে, বরগুনায় নতুন করে ভর্তি হয়েছে ৬৩ জন ভর্তি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে।
তিনি বলেন, চিকিৎসার চেয়ে ডেঙ্গু প্রতিরোধ জরুরি। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে আগামীতে তাদের জন্য প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হবে না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। তবেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।