Home শীর্ষ সংবাদ ইরানকে শান্তির পথে আসতে হবে, নইলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প

ইরানকে শান্তির পথে আসতে হবে, নইলে আরও ভয়াবহ হামলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ জুন ২০২৫ তারিখে হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। [কার্লোস বারিয়া/পুল/রয়টার্স]

উম্মাহ ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সফল হামলার পর এক জাতীয় ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানকে এখন শান্তির পথে আসতে হবে, নতুবা ভবিষ্যতের হামলা হবে আরও ভয়াবহ এবং সহজ।”

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের ফোরদো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী সফলভাবে আঘাত হেনেছে।

ট্রাম্প বলেন, “সারা বিশ্বের কাছে আমি জানাতে চাই—এই হামলাগুলো ছিল অত্যন্ত সফল। ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের আগ্রাসী রাষ্ট্র ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “ইরান যদি এখনো দমন না হয়, তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও শক্তিশালী এবং অনেক সহজ”।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত ৪০ বছর ধরে ইরান “আমেরিকাকে ধ্বংস করো, ইসরায়েলকে ধ্বংস করো”—এই স্লোগান দিয়ে আসছে। গোপনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা বহু মার্কিন নাগরিককে আহত ও নিহত করেছে। এভাবে ইরান সরাসরি বা পরোক্ষভাবে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “তাদের কুখ্যাত জেনারেল কাসেম সোলাইমানি বহু মানুষের প্রাণ নিয়েছে। আমি বহু আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম—আর না। এটি আর চলতে দেয়া যাবে না।”

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমরা একপক্ষ হিসেবে কাজ করেছি, যেভাবে খুব কম সময়ই দলীয় ঐক্য দেখা যায়। ইসরায়েলের জন্য এক বিশাল হুমকি দূর করা হয়েছে।”

আরও পড়তে পারেন-

তিনি মার্কিন বিমানবাহিনী ও সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, “এই অভিযানে ব্যবহৃত যুদ্ধযানগুলো এবং তাদের চালানো দেশপ্রেমিক মার্কিন যোদ্ধাদের অভিনন্দন জানাই। এটি এমন এক অভিযান ছিল, যা বহু দশকেও দেখা যায়নি।”

তিনি বলেন, “আমরা আশা করি, এমন ধরনের সামরিক হস্তক্ষেপের আর প্রয়োজন হবে না। তবে শান্তি যদি না আসে, তাহলে ইরানের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। আমরা এমন অনেক লক্ষ্যবস্তু চিহ্নিত করেছি, যা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ধ্বংস করে দেওয়া সম্ভব।”

ট্রাম্প দাবি করেন, “বিশ্বে এমন কোনো সামরিক বাহিনী নেই, যারা আজ রাতের মতো এ ধরনের সফল অপারেশন চালাতে পারে। এমন কিছু এর আগে কেউ দেখেনি।”

তিনি জানান, আগামীকাল সকাল ৮টায় (জিএমটি ১২:০০) পেন্টাগনে প্রেস কনফারেন্স করবেন সেনাপ্রধান জেনারেল ড্যান ‘রাজিন’ কেইন এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।

ভাষণের শেষভাগে ট্রাম্প বলেন, “আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি। তাদের রক্ষা করো হে প্রভু। মধ্যপ্রাচ্যকে রক্ষা করো, ইসরায়েলকে রক্ষা করো, এবং আমেরিকাকে রক্ষা করো। ধন্যবাদ।”

সূত্র: আল জাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।