কাতারের রাজধানী দোহায় সোমবার রাতে আগ্নিশিখার ঝলক এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান জানিয়েছে, তারা কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এ অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘বিজয়ের বার্তা’।
সোমবার রাতে দোহার আকাশে আলোক শিকার ঝলক দেখা গেছে এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম ছিল নাকি ইরানি ক্ষেপণাস্ত্র, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরান জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
উল্লেখ্য, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বিমান, নৌবাহিনী এবং গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ২৪ হেক্টর (৬০ একর) এলাকা জুড়ে থাকা এ ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে এবং শতাধিক যুদ্ধবিমান ও ড্রোন রয়েছে। এটি ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে।
বিস্তারিত আসছে…
সূত্র: আল জাজিরা।
উম্মাহ২৪ডটকম: এমএ