জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা আপস করব না।
এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে। পদযাত্রার সপ্তম দিনে গতকাল সোমবার (৭ জুলাই) দলটির নেতাকর্মীরা নাটোরে এসে পৌঁছে। নাটোর শহরের স্টেশন বাজার থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় পথসভা করে দলটি৷ পথসভায় নাহিদ এসব কথা বলেন।
নাহিদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। সে ঐক্য দিয়ে আমরা দেশ গঠন করতে পারব।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি বলেন, নাটোরের কর্মসূচি শুরু করার আগে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। যারা বিগত সময়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়েছিল তাদের এদেশে ঠাই হয় নাই। আপনারা ভুলে যাবেন না।
জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কোন টালবাহানা মেনে নেব না। আমরা বলছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে যে সব ভাইয়েরা নেমে এসেছে, জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। এর জন্য প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও সনদপত্র।
৩ আগস্ট শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই ইশতেহারে আপনাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে৷ নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব। দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।
উম্মাহ২৪ডটকম: এমএ