Home রাজনীতি ড. শুয়াইব আহমদের লন্ডন প্রত্যাবর্তন: ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

ড. শুয়াইব আহমদের লন্ডন প্রত্যাবর্তন: ইউকে জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আসন্ন নির্বাচনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন তিন প্রবাসী নেতা

লন্ডন থেকে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ দীর্ঘ সফর শেষে বাংলাদেশ থেকে লন্ডন ফিরেছেন। এ উপলক্ষে গত ৮ জুলাই, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে ইউকে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তিনি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী এবং ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন। দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করার অভিজ্ঞতা থেকে ড. মাওলানা শুয়াইব আহমদ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির বর্তমান সন্ধিক্ষণে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

আরও পড়তে পারেন-

আসন্ন নির্বাচনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী যারা:

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী প্রভাবশালী এই তিন নেতার নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থীরা হলেন-

  • ড. মাওলানা শুয়াইব আহমদ: যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। সম্ভাব্য আসন: সুনামগঞ্জ-২।
  • হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ: সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত। সম্ভাব্য আসন: সুনামগঞ্জ-৩।
  • হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী: কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, ইউকে জমিয়ত। সম্ভাব্য আসন: সিলেট-২।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।