Home রাজনীতি বৃহত্তর উত্তরায় ‘জুলাই সম্মেলন’ সফলের লক্ষ্যে তুরাগ ও পশ্চিম থানায় গণসংযোগ অনুষ্ঠিত

বৃহত্তর উত্তরায় ‘জুলাই সম্মেলন’ সফলের লক্ষ্যে তুরাগ ও পশ্চিম থানায় গণসংযোগ অনুষ্ঠিত

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সম্মেলন’ আগামী ১৯ জুলাই শনিবার সকাল ৯টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সফল করতে রাজধানীর উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় একাধিক গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বাদ আসর তুরাগ থানার বিভিন্ন ওয়ার্ডে সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম। তুরাগ থানা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরও পড়তে পারেন-

এছাড়া একই দিন বাদ মাগরিব উত্তরা পশ্চিম থানায় অনুষ্ঠিত হয় আরেকটি গণসংযোগ ও প্রচার মিছিল। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং ছাত্র-তরুণদের অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নেতৃবৃন্দ জানান, এই জুলাই সম্মেলনের মাধ্যমে শুধু শহীদদের স্মরণই নয়, বরং জনগণের মধ্যে গণঅধিকার, ইনসাফ ও ন্যায়বিচারের চেতনা ছড়িয়ে দেওয়া হবে। তারা দলমত নির্বিশেষে সবাইকে ১৯ জুলাই সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।