রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ জন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: সায়েদুর রহমান জানিয়েছিলেন নিহত ১৬ জন এবং আহত ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি।
পরে আইএসপিআর জানায়, নিহত ১৮ জন এবং আহত হয়েছে আরো ১৬৪ জন।
উম্মাহ২৪ডটকম: এমএ