জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চ আয়োজন করেছে এবি পার্টি। আজ (১৮ জুলাই) শুক্রবার সকালে রাজধানীর বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা ও মীরপুরে পথসভা শেষে মার্চটি সমাপ্ত হয়। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা জুলাই অভ্যুত্থানের শরিক দলগুলোর নেতাদের পরস্পরের প্রতি হেয় ও উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান জানান।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “জানুয়ারিতে বিএনপি ও ইসলামী আন্দোলন অঙ্গীকার করেছিল—কেউ কাউকে হেয় করে কথা বলবে না। অথচ সম্প্রতি উস্কানিমূলক ও অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে, যা শহীদের আত্মত্যাগের অবমাননার শামিল।” তিনি আরও বলেন, “জুলাইয়ের অঙ্গীকার হওয়া উচিত—দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নিজেদের মধ্যকার স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধেও সংগ্রাম।”
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “গণঅভ্যুত্থানের সময় সারাদেশে ছাত্র-জনতা শ্লোগান তুলেছিল—‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’। এই চেতনা যেন আমরা না ভুলে যাই।”
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে চারজন নিহত হওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেন নেতারা এবং এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, “ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বক্তারা অভিযোগ করেন, নানা কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা শহীদের রক্তের সাথে বেঈমানি। এ প্রসঙ্গে তারা মাদ্রাসা ও আলেম-ওলামাদের সমাজ থেকে বিচ্ছিন্ন রাখার প্রয়াসেরও বিরোধিতা করেন।
দিনব্যাপী রোড মার্চ ও পথসভাগুলোতে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আলতাফ হোসাইন, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বহু নেতা অংশ নেন।
এ কর্মসূচি এবি পার্টির ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালন করা হয়। দলের নেতারা জানিয়েছেন, সামনে আরও কয়েকটি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তাঁরা জুলাই অভ্যুত্থান ও গণতন্ত্র আন্দোলনের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে চান।
উম্মাহ২৪ডটকম: এমএ