২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ হলে নতুন প্রজন্ম ‘জেনজি’ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) আয়োজিত রাজনৈতিক বক্তৃতামালার প্রথম পর্বে তিনি এ কথা বলেন। ‘কেমন বাংলাদেশ দেখতে চায় এবি পার্টি?’ শীর্ষক আলোচনায় তিনি মূল বক্তা হিসেবে অংশ নেন।
মঞ্জু বলেন, “পৃথিবীর বহু বিপ্লব ও গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে অংশীদারদের ভুল ও দ্বন্দ্বের কারণে। ২০২৪ সালের অভ্যুত্থানের অঙ্গীকার যদি কেউ ভঙ্গ করে, তবে নতুন প্রজন্ম নিশ্চুপ থাকবে না।”
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ‘বিএনপির চোখে আগামীর বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিদিন ইব্রাহীম।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বক্তব্যে এবি পার্টির নীতি ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে মঞ্জু বলেন, “মতাদর্শিক রাজনীতি গঠনমূলক হলেও তা অনেক সময় জনবিচ্ছিন্ন এক্সক্লুসিভ বলয়ে পরিণত হয়। বিপ্লব ঘটাতে পারে, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনে কম সফল হয়। অপরদিকে, মতাদর্শের বাইরে থাকা দলগুলো জনমুখী হলেও সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে ব্যর্থ।”
তিনি জানান, এবি পার্টি সমস্যা-সমাধান নির্ভর, কর্মসূচিভিত্তিক একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠনে কাজ করছে—যার মূলনীতি মধ্যপন্থা, গণতন্ত্র ও সামাজিক সংস্কার।
নতুন প্রজন্ম সম্পর্কে মত জানিয়ে তিনি বলেন, “তারা মতাদর্শ নয়, কার্যকর সমাধান ও ঐক্যবদ্ধ কর্মপন্থায় আগ্রহী।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক অংশগ্রহণ, কারিগরি শিক্ষার প্রসার, পিআর পদ্ধতির নির্বাচন ও জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে মঞ্জু বিস্তারিত উত্তর দেন।
উম্মাহ২৪ডটকম: এমএ