জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক রাজনৈতিক সমাবেশে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার পাঠ করে শোনান এবং এটিকে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ বলে অভিহিত করেন।
নাহিদ ইসলাম বলেন, “শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন ঘোষণা করছি—এই ইশতেহারই হবে সেই স্বপ্নপথের রাজনৈতিক মানচিত্র।”
২৪ দফা ইশতেহারের মূল বিষয়সমূহ
১. নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও দায়ীদের বিচারের দাবি
৩. গণতন্ত্রের পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন গঠন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী পুনর্গঠন
৭. গ্রাম পার্লামেন্ট প্রতিষ্ঠা ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
১০. জাতিগঠনের জন্য সমন্বিত শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তিতে বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. তারুণ্যের জন্য কর্মসংস্থান ও সম্ভাবনার সৃষ্টি
১৬. বহুমুখী বাণিজ্য ও পরিবেশবান্ধব শিল্পায়ন
১৭. টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮. শ্রমিক-কৃষকের অধিকার সংরক্ষণ
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা
২০. সুপরিকল্পিত নগরায়ণ, পরিবহণ ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র সুরক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি
২৪. জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ
নেতৃত্বের বক্তব্য: ‘স্বৈরাচার যেন আর ফিরে না আসে’
ইশতেহার ঘোষণার প্রাক্কালে নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক কাঠামো গড়ে তুলব যেখানে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। জনগণের অধিকার রক্ষাই আমাদের আন্দোলনের মূলমন্ত্র।”
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
আখতার হোসেন বলেন, “এই ইশতেহার আমাদের পথপ্রদর্শক হবে। জাতি আজ যে সংকটে আছে, তা থেকে উত্তরণের রূপরেখাই আমরা আজ শহীদ মিনার থেকে উচ্চারণ করলাম। আমরা ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই।”
সমাবেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট
সমাবেশে বিকেল ৪টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন। ব্যানার, পোস্টার ও দলীয় প্রতীক ধারণ করে তারা ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইশতেহারের মাধ্যমে এনসিপি নতুন রাজনৈতিক বলয়ের একটি বিকল্প কাঠামো উপস্থাপন করতে চাচ্ছে, যেখানে প্রচলিত রাজনীতির ব্যর্থতার বিপরীতে একটি নতুন প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবনা
এই প্রতিবেদনকে সংবাদপত্র বা অনলাইন মিডিয়ার প্রিন্ট সংস্করণে প্রকাশের উপযোগী করতে চাইলে নিচে “বিশ্লেষণ অংশ” বা “রাজনৈতিক প্রেক্ষাপট” নিয়ে একটি পৃথক বক্স রিপোর্ট যোগ করা যেতে পারে।
আপনার প্রয়োজনে রাজনৈতিক বিশ্লেষণ বা ব্যাকগ্রাউন্ড কভারেজ সংযোজনেও সাহায্য করতে পারি। কি ধরণের পাঠকের জন্য এটি প্রস্তুত করছেন, তা জানালে আরও নির্দিষ্টভাবে সহায়তা করতে পারব।
উম্মাহ২৪ডটকম: এমএ