Home রাজনীতি ‘প্রথাগত ছাত্ররাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি চাই’ তারেক রহমান

‘প্রথাগত ছাত্ররাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি চাই’ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাজধানীর শাহবাগে এক ছাত্র সমাবেশে বলেন, “প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে। তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের জন্য হয়। কথামালার রাজনীতি নয়, চাই জনকল্যাণের রাজনীতি।”

শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “যোগ্য নেতৃত্বই পারে দেশ গড়তে। সেই নেতৃত্ব গড়ে তুলতেই ছাত্রদলকে প্রস্তুত হতে হবে।”

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ

‘গণ-অভ্যুত্থান দিবসের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল এই সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদলের শত শত নেতাকর্মী আহত হন এবং প্রায় ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হন। এই ত্যাগ বৃথা যাবে না। যে সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানরা আছে, সেই সংগঠনকে দমন করা যায় না।”

উন্নয়নকেন্দ্রিক ছাত্ররাজনীতির প্রতিশ্রুতি

আরও পড়তে পারেন-

তারেক রহমান বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার করে এসেছে। আজ আমরা একটি পরিণত রাষ্ট্র। এই পরিণত দেশে মানুষ আর বিভাজন চায় না। রাজনৈতিক বক্তব্যের ভাণ্ডার নয়, দরকার বাস্তবসম্মত কর্মসূচি ও জীবনমান উন্নয়নের রাজনীতি।”

তিনি ঘোষণা দেন, “আগামী দিনে বিএনপি সরকারে এলে স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষা চালু করা হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তি ও দক্ষতায় অগ্রসর হতে হবে।”

রাজনৈতিক বার্তা ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি

তারেক রহমানের ভাষণে রাজনৈতিক বার্তা যেমন দৃঢ়ভাবে প্রতিস্থাপন পেয়েছে, তেমনি একটি কার্যকর ও ভবিষ্যতমুখী ছাত্র রাজনীতির রূপরেখাও উপস্থাপিত হয়েছে। ‘প্রথাগত ছাত্ররাজনীতি’ পরিত্যাগের আহ্বান ও ‘যোগ্য নেতৃত্বে উন্নয়নের রাজনীতি’ গড়ে তোলার প্রতিশ্রুতি ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।