পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ২০ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৩৪৯ টাকা, অথচ তার নামে পাওয়া যায় ২৯ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৮১৩ টাকার সম্পদ। এছাড়া তার নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরো জানান, তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার বৈধ আয়ের পরিমাণ ৫ কোটি ৯২ লাখ ৭৯ হাজার ৬৪৬ টাকা হলেও প্রাপ্ত সম্পদের পরিমাণ ৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৭২০ টাকা। মে হ্লা প্রুর নামে ৬টি ব্যাংক হিসাবে মোট ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরো জানান, এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বীর বাহাদুর উ শৈ সিং গা ঢাকা দেন। তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।
উম্মাহ২৪ডটকম: এমএ