Home অর্থনীতি জুলাইয়ে রপ্তানি আয় ৪.৭৮ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ২৫%

জুলাইয়ে রপ্তানি আয় ৪.৭৮ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ২৫%

নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৮ বিলিয়ন ডলারে। জুলাই মাসে দেশের রপ্তানি আয়ে গত বছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

আজ (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশ ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের (২০২৪-২৫) একই মাসের ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি খাতে ৮ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়, যদিও শেষ মাস জুনে রপ্তানি আয় ৭ দশমিক ৫৫ শতাংশ হ্রাস পেয়েছিল।

আরও পড়তে পারেন-

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ মোট ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা বিগত ২০২৪-২৫ অর্থবছরের ৪৪ দশমিক ৪৭ বিলিয়নের তুলনায় বেশি।

জুন মাসের এই মন্দার জন্য বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার হ্রাস, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অনিশ্চয়তা, দেশে গ্যাস সংকট এবং ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিকে দায়ী করেছেন রপ্তানিকারকরা।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।