Home শীর্ষ সংবাদ আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

- ফাইল ছবি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক-নৈতিক ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজন করছে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়তে পারেন-

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ গণআন্দোলনোত্তর নতুন রাষ্ট্রনৈতিক দর্শন, নৈতিক পুনর্জাগরণ এবং অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থার রূপরেখা উপস্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।