Home অন্যান্য খবর মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মুফতি জসিমুদ্দীন

মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মুফতি জসিমুদ্দীন

চট্টগ্রামের হাটহাজারীতে হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী পৌরসভার সভাপতি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মুফতি জসীমউদ্দীন।

গণমাধ্যমে প্রদত্ত শোকবার্তায় আল্লামা মুফতি জসিমুদ্দীন বলেন, মরহুমের ইন্তিকালের খবরে নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও শোক প্রকাশ করেন- কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীসহ উলামায়ে কেরাম গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় মুফতি জসীমুদ্দীন বলেন, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী রহ. ছিলেন দ্বীনি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে আমরা এক মূল্যবান সম্পদ হারালাম।

আরও পড়তে পারেন-

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক ও অনুরাগীদের ধৈর্য ধারণের তাওফিক দেন।

উল্লেখ্য, শনিবার (২১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুম মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ষাট বছর।

মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী রহ. দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সুন্নীয়া রা. মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় ইসলামী শিক্ষার বিস্তার ঘটান।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।