Home রাজনীতি আমরা জনগণের পাশে আছি: হাটহাজারীতে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাদের বৈঠকে দিদারুল আলম

আমরা জনগণের পাশে আছি: হাটহাজারীতে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাদের বৈঠকে দিদারুল আলম

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে এবি পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল দিদারুল আলম পিএসসি (অব.)-এর বাসভবনে এক শুভেচ্ছা বিনিময় ও ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাটহাজারী উপজেলা এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বৈঠকে বক্তারা বলেন, এবি পার্টি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের সমান অধিকার রক্ষা করাই দলের প্রধান লক্ষ্য।

এ সময় প্রার্থী লেঃ কর্নেল দিদারুল আলম (অব.) বলেন, “আমরা জনগণের পাশে আছি এবং থাকব। এবি পার্টি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, উন্নয়নের রাজনীতি করবে, এবং বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে রূপান্তরিত করবে।”

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-