Home অর্থনীতি আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার

আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের আগস্ট মাসের তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়তে পারেন-

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৮.৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স।

বছর ব্যবধানে যা বেড়েছে ১৮.৪০ শতাংশ।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।