Home জাতীয় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

জুলাই গণআন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।

গত ২৮ অগাস্ট এ মামলার নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আদালত।

আরও পড়তে পারেন-

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই বিকেলে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে চলতি বছরের ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।