Home অপরাধ ও আইন-আদালত টেকনাফে মাছ ধরার জালে লুকানো ৩০ হাজার ইয়াবা, তিন পাচারকারী গ্রেপ্তার

টেকনাফে মাছ ধরার জালে লুকানো ৩০ হাজার ইয়াবা, তিন পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে মাছ ধরার জালের মধ্যে লুকানো ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। সোমবার (২ সেপ্টেম্বর) নাজিরপাড়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে আসা একটি জেলে নৌকা তল্লাশিতে ইয়াবার চালান ধরা পড়ে। গ্রেপ্তাররা হলেন—আব্দুল্লাহ (৩০), জহির আহমেদ (৫০) ও কেফায়েত উল্লাহ (১৮)। তবে ইমাম হোসেন নামের এক পাচারকারী পালিয়ে গেছে।

আরও পড়তে পারেন-

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে এবং পলাতক সহযোগীদের ধরতে অভিযান চলছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।