কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে মাছ ধরার জালের মধ্যে লুকানো ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। সোমবার (২ সেপ্টেম্বর) নাজিরপাড়া বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে আসা একটি জেলে নৌকা তল্লাশিতে ইয়াবার চালান ধরা পড়ে। গ্রেপ্তাররা হলেন—আব্দুল্লাহ (৩০), জহির আহমেদ (৫০) ও কেফায়েত উল্লাহ (১৮)। তবে ইমাম হোসেন নামের এক পাচারকারী পালিয়ে গেছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে এবং পলাতক সহযোগীদের ধরতে অভিযান চলছে।
উম্মাহ২৪ডটকম: এমএ