Home অপরাধ ও আইন-আদালত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮০৯ জন

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮০৯ জন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮১ জন এবং অন্যান্য ঘটনায় জড়িত ৫২৮ জন।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা এ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়তে পারেন-

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি রাবার কার্তুজ।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।