Home জাতীয় সাংবাদিক শিবলীর পরিবারকে শিবিরের ২ লাখ টাকার সহায়তা

সাংবাদিক শিবলীর পরিবারকে শিবিরের ২ লাখ টাকার সহায়তা

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি নিহত সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা দিয়েছে।

শুক্রবার রাতে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। তিনি জানান, শিবলীর দুই সন্তান রয়েছে বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। তাদের প্রাথমিক খরচের জন্য সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। ফরহাদ বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।”

সহায়তা প্রদানকালে ডাকসুর নবনির্বাচিত সভাপতি সাদিক কায়েম ও জিএস ফরহাদ উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন-

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ডাকসু নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের সময় হার্ট অ্যাটাকে মারা যান সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লাইভে সংবাদ পরিবেশনের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।