Home জাতীয় জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে জয় পেয়েছেন আবদুর রশীদ জিতু। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

আরও পড়তে পারেন-

জিএস পদে জয় পেয়েছেন মাজহারুল ইসলাম। শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দফতর ও প্রকাশনা সম্পাদক।

এছাড়া, এজিএস (পুরুষ) নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।