চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হচ্ছে—এমন সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। এনসিপি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দলের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এক পোস্টে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি নিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। তবে পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই; শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে দলটি একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিকে এনসিপি সমর্থন জানায়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এর আগে একটি প্রতিবেদনে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুটি খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও নেজামে ইসলাম পার্টি যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল।
উম্মাহ২৪ডটকম:আইএএ