সাত দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নগরের চৌমাথায় ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তারা।
প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধের আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করে সেখানে যান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র–শিক্ষক–পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু এ বিক্ষোভের নেতৃত্ব দেন।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি বলেন, “হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা বরিশালে আসলে প্রতিরোধ করা হবে।”
উম্মাহ২৪ডটকম:আইএএ