যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে কৌশলগত চুক্তি সই করেছে সৌদি আরব ও পাকিস্তান। বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে উভয় দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে। এর লক্ষ্য দুই দেশের নিরাপত্তা সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় যৌথ প্রতিরোধ শক্তিশালী করা।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
বিবৃতিতে বলা হয়, “প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামি সংহতির বন্ধন এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।”
বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন। সেখানে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যকার কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।
উম্মাহ২৪ডটকম:আইএএ