Home জাতীয় দ্বিতীয় চালানে বেনাপোল দিয়ে আরও ২৬,৩৫৮ কেজি ইলিশ গেল ভারতে 

দ্বিতীয় চালানে বেনাপোল দিয়ে আরও ২৬,৩৫৮ কেজি ইলিশ গেল ভারতে 

দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৬৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি হলো।

১২.৫০ ডলার কেজিতে এই ইলিশ রপ্তানি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৫২৫ টাকা। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি এবং গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘গত মঙ্গলবার সাতটি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি ট্রাকে ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়। এ নিয়ে দুই দিনে ভারতে ৬৩ টন ৮১৮ কেজি ইলিশ রপ্তানি হলো।’

আরও পড়তে পারেন-

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ৫ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এজন্য দ্রুত মাছগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

দুর্গাপূজা ঘিরে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়। এবার রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।