খুলনার দিঘলিয়া উপজেলায় একই স্থানে বিএনপির দু’গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। গতকাল শুক্রবার বিকালে উপজেলার পথের বাজারে বিএনপির দু’গ্রুপ আলাদা কর্মসূচি ঘোষণা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘাত এড়াতে গতকাল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৫টায় পথের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আহ্বান করা হয়। হঠাৎ তিনি জানতে পারেন আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
অন্যদিকে সেনহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খাজা জানান, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পারভেজ মল্লিক ওই বাজারে ৩১ দফার পক্ষে গণসংযোগ করবেন বলে তাদের জানান। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমামদের পাঞ্জাবি উপহার দেওয়ার কথা ছিল তার। এজন্য তিনি স্থানীয়দের নিয়ে বিকালে বাজারে অবস্থান করছিলেন। এর মধ্যে শুনতে পান পারভেজ মল্লিক যাতে এলাকায় আসতে না পারেন সেজন্য খেয়াঘাটে ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর পুলিশ এসে সবাইকে চলে যেতে বললে তারা স্থান ত্যাগ করেন।
এ খবর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন। তিনি কোনো ধরনের সভা-সমাবেশ বা গণসংযোগ না করার আহ্বান জানিয়ে উভয়পক্ষকে স্থান ত্যাগ করার আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় যেথৗবাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উম্মাহ২৪ডটকম:আইএএ