ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় এক দিনে গাজায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। নিহতদের মধ্যে রয়েছেন এক বিশিষ্ট চিকিৎসকের পরিবারের সদস্য এবং উত্তর গাজা থেকে পালানোর চেষ্টা করা একটি ট্রাকে থাকা চারজন।
আল জাজিরার খবরে বলা হয়, শনিবার এ হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলি বাহিনী গাজা শহর দখলের লক্ষ্যে হামলা চালাচ্ছে। উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা শহরের জনগণকে জোর করে দক্ষিণের তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
হামলার লক্ষ্যবস্তু
ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থী কেন্দ্র, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে শহর ছেড়ে পালানো মানুষের ট্রাককে হামলার লক্ষ্যবস্তু করে। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন।
স্বাস্থ্যকর্মীদের ওপর আঘাত
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং আরও ৪০০ জনকে বন্দি করেছে।
উম্মাহ২৪ডটকম:আইএএ