পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দু’ হাজার পর্যটক। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
নাসরীন জাহান জানান, গত এক বছর সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রিত থাকার ফলে সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, দেশের পর্যটন স্পট ও পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য, সরকার আচরণবিধি তৈরি করছে।
গত এক বছরে কত সংখ্যক বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য।’ বিবিসি
উম্মাহ২৪ডটকম: আইএএ