Home কবিতা মায়ের জন্য…

মায়ের জন্য…

।। মালেকা ফেরদৌস ।।

বেদনার মত মেঘগুলো ভেঙ্গে যায়
যখন বৃষ্টি নামে অন্য কোন অদৃশ্য
আকাশ হতে অনাহূত, সেই
বৃষ্টিজল আমি ছুঁয়ে দেখি কতবার
তোমার অমন সুন্দর মুখটাই
ভেসে ওঠে জলের ভেতর তখন।

আমার খুব কষ্ট হলে আজও-
অন্ধকারে আকাশ দেখি আগের মত,
একটা নদী বইতে থাকে নিজের ভেতর
জলের স্বভাব আমার, তুমি বলতে
আমার জন্মটাই ছিল তুমুল বৃষ্টির ভেতর।

গোলাপের পাপড়ি ছিটানোর মত
তোমার হাসির সুবাস এখনও পাই।

বলছো যেন- কষ্টের নিস্তব্ধতার
ভেতর তরঙ্গিত হও মেয়ে-
আকাশ দেখ। একটা অলৌকিক
উষ্ণ হাত আমায় ছুঁয়ে যায়, আর
আমি খুঁজি সুরভি তোমার।