Home সোশ্যাল মিডিয়া ‘যে জাতির একটা মাগুরা সহ্য হয় না, তিনশ মাগুরা হজম হয়’

‘যে জাতির একটা মাগুরা সহ্য হয় না, তিনশ মাগুরা হজম হয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পোস্ট দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘যে জাতির একটা মাগুরা সহ্য হয় না, তিনশ মাগুরা হজম হয়।
যে জাতি একটা হাওয়া ভবনে বিপ্লবী হয়, একশ হাওয়া ভবনে মুখে তালা দেয়।
যে জাতি এক জজ মিয়ায় হেসে খুন হয়, হাজারো জয় মিয়ার গায় জয়গান।
যে জাতি শত্রুরাষ্ট্রে বিবৃতিতে হামলে পড়তে পারে, বন্ধুরাষ্ট্রের হত্যাযজ্ঞে থাকে হাসিমুখে।
যে জাতি ইতিহাস নির্মাণ পছন্দ করে না, করে ইতিহাস ‘রচনা’র বন্দনা।
সেই জাতির উপযুক্ত সরকার আছে এখন এদেশে।
অতএব দুঃখ কিসের!’