Home ইসলাম করোনাভাইরাস লকডাউন পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে যেভাবে আমল করবেন

করোনাভাইরাস লকডাউন পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে যেভাবে আমল করবেন

- উম্মাহ গ্রাফিক্স।

।। মাওলানা মাসউদ আহমদ ।।

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানের অর্ধেক শেষ হতে চলল। করোনা মহামারির বিরাজমান কঠিন পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে আমাদের করনীয় আমল সম্পর্কে সংক্ষিপ্ত একটা তালিকা তুলে ধরার প্রয়াস। আশা করি, নিম্নোক্ত আমলসমূহ পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আ’লামীন আমাদেরকে সকল বিপদাপদ, বিশেষত: চলমান করোনাভাইরাস নামক বালা-মুসীবত থেকে হেফাজত ও মুক্তি দান করবেন।

আল্লাহ তায়ালা এই ভয়াবহ ভাইরাস থেকে আমাদেরকে, পরিবারের সকল সদস্য ও প্রিয়জনকে এবং সমগ্র বিশ্ববাসীকে হেফাজত করুন। আমীন।

পৃথিবীর সকল অণুকণা থেকে শুরু করে বৃহত্তর-ক্ষুদ্রতম সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তাঁর নির্দেশ ব্যতীত কোন বস্তুই কাউকে উপকার-অপকার পৌঁছাতে সক্ষম নয়। এই বিশ্বাস সকল মুমিন-মুসলমানদের অন্তরে দৃঢ়ভাবে লালন করতে হবে। অপরদিকে যেকোন বালা-মুসীবত মুমিনের জীবনে পরীক্ষাস্বরূপ। তাই হতাশ না হয়ে, সচেতনামূলক সকল স্বাস্থ্যবিধি মেনে চলে আল্লাহর দিকে ধাবিতে হলে, আশা করা যায়- মহান আল্লাহ তাআলা করোনাভাইরাস’সহ সকল বালা-মসীবত থেকে আমাদের মানবজাতীকে মুক্তি দান করবেন।

আরও পড়তে পারেন-

আজকে আল্লাহর রহম ছাড়া পরিত্রাণের কোন উপায় নেই!

যুগে যুগে মহামারীর ইতিকথা

‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ

কোভিড-১৯ মহামারী এবং ইসলামের শিক্ষা: ফরহাদ মজহার

‘আমাদেরকে যুদ্ধের চেয়ে অনেক বড় কর্মযজ্ঞে নামতে হবে’

বর্তমানে করোনাভাইরাস মহামারির দুর্যোগময় এই কঠিন সময়ে নিম্নোক্ত আমলসমূহ পালন করার মাধ্যমে আল্লাহর রহমত ও দয়ার আমরা আশা করতে পারি, ইনশাআল্লাহ। যথা-

১। পবিত্র রমজান মাসে সকল প্রাপ্তবয়স্ক সুস্থ্য নারী-পুরুষ রোযা রাখার প্রস্তুতি নিন এবং একে অপরকে রোযা রাখার আহবান ও প্রস্তুতি নিতে বলুন।

২। সময়মত প্রত্যেক ওয়াক্তের নামায নিজ নিজ ঘরে (সম্ভব হলে) জামাতের সাথে আদায় করুন।

৩। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন।

৪। বেশি বেশি তাওবা-ইস্তেগফার করে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিত্যাগ এবং সৎভাবে ও ইবাদত-বন্দেগীর সাথে জীবন পরিচালনার দৃঢ় সংকল্প করুন।

৫। “লা-ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাযযা-লিমীন” বেশী করে পড়তে থাকুন।

৬। “ইয়া হাইয়ূ, ইয়া ক্বাইয়ূম, বি-রাহমাতিকা আসতাগীছ” সময়ে সময়ে পাঠ করুন।

৭। প্রত্যেক নামাযের পর “হাসবুনাল্লাহু ওয়া-নি’মাল ওয়াকীল” ৩ বার পাঠ করুন।

৮। “লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাহ বিল্লাহ” বেশী বেশী পড়তে থাকুন।

৯। প্রত্যেক নামাযের পর “আল্লাহুম্মাহ ইন্নী আউযু বিকা মিনাল-বারাসি ওয়াল্-জুনূনি ওয়াল জুযামি ওয়ামিন সাইয়্যিইল আসক্বান” ১ বার পাঠ করুন।

১০। আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট বেশী বেশী দোয়া করুন। দোয়াই হলো সবচেয়ে বড় তদবীর এবং মুমিনের হাতিয়ার।

১১। অধিকাংশ সময় আল্লাহ পাকের যিকির করুন।

১২। ‘সবর’ তথা ধৈয্যধারণ করা এবং আল্লাহর দিকেই রুজু থাকতে সচেষ্ট থাকুন।

১৩। সাধ্যমতো অধিক পরিমানে দান-সদক্বা করতে থাকুন। দান-সদক্বার মাধ্যমে আল্লাহ তাআলা ছোট-বড় বালা-মসীবত ও বিপদাপদ দূর করে দেন।

১৪। গুনাহের কাজ, গুনাহের আড্ডা ও গুনাহের পরিবেশ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন।

বিশেষভাবে লক্ষনীয় যে, পৃথিবীতে বালা-মুসীবত আসে মানুষের গুনাহের কাজ ও জুলুমে লিপ্ত থাকার দরুন। তাই সকল পাপাচার ও অন্যায় কর্মকাণ্ড, বিশেষ করে কুদৃষ্টি, উলঙ্গপনা, যিনা-ব্যভিচার, মদ্যপান ও হারাম উপার্জন থেকে সম্পূর্ণরূপে বিরত থেকে আল্লাহর নিকট সবসময় তাওবা-ইস্তেগফার ও অধিক ইবাদত-বন্দেগীর মাধ্যমেই করোনা ভাইরাসসহ সকল বালা-মুসীবত থেকে আমরা মুক্তি পেতে পারি।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তাওবা ও তাক্বওয়া মজবুত করে দিন। আমীন।

– মাওলানা মাসউদ আহমদ, ইমাম ও খতীব, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টার, ঢাকা এবং সিনিয়র উস্তাদ- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম: আরএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

মাহে রমযানঃ সুশৃঙ্খল ন্যায়নিষ্ঠ এবং আদর্শ জীবন গড়ার বার্তা নিয়ে আসে