Home ইসলাম মাহে রজবের আমল ও দোয়া

মাহে রজবের আমল ও দোয়া

।। সাদিয়া আহমদ (আনিকা) ।।

আরবী হিজরী সনের ৬ষ্ঠ মাস মাহে জমাদিউস সানি শেষে আজ সন্ধ্যায় মাহে রজবের চাঁদ দেখা গেছে। মাহে রজবের আগমনে বিশ্বনবী হযরত রাসূলুল্লাহ (সা.) বেশী বেশী করে আল্লাহর দরবারে বরকতের লাভের জন্য এবং অফূরন্ত রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমযান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন। যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল।

প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ (সা.) মাহে রজবে এই দোয়াটি বেশী বেশী পড়তেন-

اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ

উচ্চারণ- “আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রামাদান”।

অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শা’বান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমযান পর্যন্ত পৌঁছিয়ে দিন।

এ দোয়া শিক্ষা দেয়ার উদ্দেশ্যই হচ্ছে, মুসলিম উম্মাহ যেন পবিত্র মাহে রমযানের আগমন যে সন্নিকটে তা বুঝতে পারে, এবং রমযানে গুরুত্বপূর্ণ ইবাদাত-বন্দেগির জন্য নিজেকে আগে থেকেই তৈরি করে নিতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল কাজে বরকত লাভ করতে পারে।

সুতরাং মুসলিম নর-নারীদের উচিত, বেশী বেশী এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত কামনা করেন এবং রমযান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমযান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। আমীন।