Home স্বাস্থ্য ও চিকিৎসা করোনা থেকে যেভাবে দূরে রাখবেন আপনার সন্তানকে

করোনা থেকে যেভাবে দূরে রাখবেন আপনার সন্তানকে

উম্মাহ অনলাইন: চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ক্রমেই তা ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে তিন হাজার ৪৮৮ জনে। আক্রান্তের সংখ্যাও লাখ পেরিয়ে গেছে।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাউকে করোনাভাইরাস আক্রান্ত বলে ঘোষণা করা না হলেও ভাইরাসে আক্রান্ত সন্দেহে দেশের কয়েকজনকে বিশেষভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেইসঙ্গে সবাইকে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রাপ্ত বয়স্করা কমবেশি সতর্ক হলেও শিশুদের নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এ পরিস্থিতি থেকে সন্তানদের দূরে রাখতে বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী কিছু করণীয় সম্পর্কে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়তে পারেন-

ওজন দরে গরু ক্রয় করে কুরবানী করা জায়েয হবে কি?

রাসূলুল্লাহ (সা.)এর দাম্পত্য জীবনে খাদিজা (রাযি.)এর ভূমিকা

কুরবানী এলেই তাদের পশুপ্রেম বেড়ে যায়!

ইসলামে কুরবানীর বিধান সুস্পষ্ট: এর বিকল্প অন্য কিছুতে হতে পারে না

বিদেশনীতিতে প্রবল ধাক্কা খেল ভারত

ভারতের মুম্বাইয়ে ক্লাউড নাইন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিনয় জোশী জানান, আতঙ্ক না ছড়িয়ে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া। হাতের দুই পিঠ খুব ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে ভালোভাবে পরিষ্কার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

স্কুলে বা পড়তে যাওয়ার সময় অথবা বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলুন।

সহপাঠীর জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো। এ সময় শিশুরা যেন হ্যান্ডশেক না করে।

যেসব দেশে করোনার আক্রমণ হচ্ছে, সম্প্রতি সেসব দেশ থেকে ফিরলে আপনার সন্তানকে প্রথম কয়েকদিন স্কুলে পাঠাবেন না।

স্কুল কর্তৃপক্ষের উচিত ক্লাসরুমের টেবিল-চেয়ার পরিচ্ছন্ন রাখা। মেঝে, দেয়াল, বাথরুম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

হাঁচি-কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন। বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় বিশেষ করে সতর্ক হোন। জ্বর হলে জন্মদিন বা এরকম কোনো অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।