Home ইতিহাস ও জীবনী মাওলানা মুজিবুল হক ভূঁইয়া: প্রকাশনা জগতের কিংবদন্তির চির বিদায়

মাওলানা মুজিবুল হক ভূঁইয়া: প্রকাশনা জগতের কিংবদন্তির চির বিদায়

।। খালেদ সাইফুল্লাহ ।।

এই দেশের অ আ ই ঐ-এর সম্পূর্ণ সত্ত্বাধিকারী যখন ওপারের দাদাবাবুরা, তখন আলিফ-বা-তা’র সত্তাধিকার নিশ্চিত ও দৃঢ় করতে আবির্ভাব ঘটে হাতেগোনা দু’চারজন বিপ্লবীর ৷ তাদের শ্রম, ত্যাগ আর ইখলাসের ইতিহাস আমাদের অনেকেরই অজানা ৷ সেই কয়েকজনের একজন হলেন আল্লামা আবু তাহের আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ’র পিতা ৷ আজকের ইসলামিয়া কুতুবখানা যার সুনিপুণ নির্মাণ ৷ বাকিদের মাঝে আছেন এমদাদিয়া লাইব্রেরীর জনাব আব্দুল করীম, নাদিয়াতুল কুরআনের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল ওয়াহহাব (র), কুতুবখানা এমদাদিয়া, আল ফাতাহ ও মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা মুজিবুল হক ভূঁইয়া প্রমুখ ৷

উপরিউক্ত সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশ আগে ৷ সর্বশেষে গতকাল বিদায় নিলেন মাওলানা মুজিবুল হক রাহিমাহুল্লাহ ৷ শায়খুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ’র শেষ জীবনের এ শাগরিদ তাঁর জীবনের সাধ অনেকটাই পূর্ণ করতে পেরেছেন ৷ স্বপ্নকে বাস্তবে তা’বীর করে গেছেন ৷ তিজারাত ও এশাআতে দ্বীনের অপূর্ব সমন্বয় তিনি সাধন করেছেন, যার সূচকে অন্যরা আরো অনেক নীচে অবস্থান করছেন ৷ কুতুবখানা এমদাদিয়া, আল ফাতাহ পাবলিকেশন, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ, চ্যান্সেলর পাবলিকেশন, ক্যাপটেন পাবলিকেশন, ওয়ান পাবলিকেশন, ভার্সিটি পাবলিকেশন, জিনিক্স ইনকরপোরেশনসহ আরো বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি ৷

আরও পড়তে পারেন-

ওয়েব সিরিজের নামে নোংরামি ও নগ্নপনার চর্চা বন্ধ করুন

গীবত ও পরনিন্দার ভয়াবহ পরিণতি এবং শরয়ী বিধান

রাসূলুল্লাহ (সা.)এর দাম্পত্য জীবনে খাদিজা (রাযি.)এর ভূমিকা

এশিয়ায় ইসলামফোবিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘ভারত’

বিদেশনীতিতে প্রবল ধাক্কা খেল ভারত

মাওলানা মুজিবুল হক ভূঁইয়া ১৯৩১ সালে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রামে জন্মগ্রহণ করেন ৷ প্রকৃতির বিবর্তনে তিনটি নাগরিকত্ব নিয়ে তিনি বৃটিশ ভারতীয়, পাকিস্তানী এবং সবশেষে বাংলাদেশী ৷ মধুগ্রাম দারুল উলূম মাদরাসায় তাঁর লেখা-পড়ার হাতেখড়ি ৷ ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদী দারুল উলূমে শরহে বেকায়া জামাত পর্যন্ত সম্পন্ন করেন ৷ এখানেই তাঁর শিক্ষাজীবনের ভীত রচিত হয় ৷ অতঃপর উচ্চশিক্ষালাভের উদ্দেশ্যে ভারত গমন করেন এবং ১৯৫৮ সালে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদীস সমাপ্ত করেন ৷ সাইয়েদ মাদানী, ফখরুদ্দীন মুরাদাবাদী (র) প্রমুখ মনীষীগণের শিষ্যত্বগ্রহণের মধ্য দিয়ে দারুল উলূম দেওবন্দে তাঁর শিক্ষা জীবনের শুভ সমাপ্তি ঘটে ৷

মাওলানা মুজিবুল হক (র) কর্ম জীবন শুরু করেন শিক্ষকতার মাধ্যমে ৷ দেশে ফিরে ফেনী জেলার পরশুরাম উপজেলার গুথুমা দারুস সুন্নাহ মাদরাসায় ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত হন ৷ সেখান থেকে চলে যান নেত্রকোনায় ৷ জেলা শহরে অবস্থিত মিফতাহুল উলূম মাদরাসায় অধ্যাপনার কাজ আঞ্জাম দেন প্রায় এক যুগ যাবৎ ৷ শিক্ষকতার সময় থেকেই প্রকাশনা জগতে তাঁর বিচরণ শুরু ৷ সময়ের পরিক্রমায় এখানে আজ শীর্ষ চূড়ায় তাঁর অবস্থান ৷ বাড়ির দরজায় অবস্থিত দারুল উলূম মধুগ্রামের সভাপতি হিসেবেও দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি ৷

গতকাল পহেলা আগস্ট ২০২০ ইং তারিখে ঈদুল আযহার দিনে ফেনীর বাসবভনে এই মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর ৷ আল্লাহ তাঁকে ক্ষমা করুন ৷ জান্নাতবাসী করুন ৷ উত্তম অবদানসমূহের সর্বোত্তম বিনিময় দিন ৷ আমীন ৷

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।