Home ধর্মীয় প্রশ্ন-উত্তর মহিলাদের মাথার চুল ক্রয়-বিক্রয় জায়েয আছে কি?

মহিলাদের মাথার চুল ক্রয়-বিক্রয় জায়েয আছে কি?

প্রশ্ন: মুহতারাম মুফতী সাহেব হুজুর, ইদানিং মহল্লায় মহল্লায় হকারগণ মহিলাদের কাছ থেকে নগদ টাকা/হাড়ি পাতিল ইত্যাদির বিনিময়ে মহিলাদের মাথার চুল ক্রয় করেন। এজন্য অনেক মহিলাকে দেখা যায়, মাথা আঁছড়িয়ে চিরুনির চুলগুলো সংরক্ষণ করে পরবর্তিতে হকারদের কাছে সেগুলো বিক্রি করে থাকেন।  প্রশ্ন হলো- মহিলাদের চুল বিক্রি করা জায়েয আছে কি- জানালে কৃতজ্ঞ হবো।  

উত্তরঃ নারী হোক বা পুরুষ, যে কোরো চুল বেচা-কেনা করা নাজায়েয।  মহিলাদের চুল শরীয়তের দৃষ্টিতে সতরেরও অন্তর্ভুক্ত। বিধায় চুল  তাদের মাথায় থাকা অবস্থায় যেমনিভাবে বেগানা পুরুষের জন্য তাদের চুল দেখা নাজায়েয, তেমনি  মাথা থেকে পৃথক হওয়ার পরও বেগানা পুরুষের জন্য নারীদের চুল দেখা নাজায়েয। 

অতএব, মহিলাদের চুল বেচাকেনার মাঝে নাজায়েযের দু’টি দিক বিদ্যমান। এজন্য তাদের চুল বিক্রি থেকে বিরত থাকা খুবই জরুরী।

তথ্যসূত্র: হিদায়া, খণ্ড-৩,পৃষ্ঠা -৫৫, মাজমাউল আনহুর, খণ্ড-৩, পৃষ্ঠা-৮৫, দুররুল মুখতার মা’আশ শামী, খণ্ড-৬, পৃষ্ঠা-৩৭১, ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড-৫, পৃষ্ঠা-৩২৯।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগরতুরাগঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারাঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

অনুমতি না নিয়ে কারো কথাবার্তা বা ফোনালাপ রেকর্ড করা সম্পর্কে ইসলামের বিধান

বিধবা স্ত্রী সন্তানদের ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহের জন্য চাকুরী করতে পারবেন কিনা?

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?