Home ইসলাম মুহাম্মদ (সা.) এর প্রতিটি সুন্নত শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী: মুফতি সুলতান...

মুহাম্মদ (সা.) এর প্রতিটি সুন্নত শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী: মুফতি সুলতান মহিউদ্দিন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, ইসলামে সুন্নতের গুরুত্ব অপরিসীম।

মহানবী হযরত মুহাম্মদ সা. এর প্রতিটি সুন্নত স্বাস্থ্য বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সুন্নতের উপর আমল করবে সে পরকালে জান্নাতে নবীজির সাহচার্য পেয়ে ধন্য হবে, আর এ দুনিয়াতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। কারণ আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীদের গবেষণা একথা বেরিয়ে এসেছে যে, মুহাম্মদ সা. এর প্রতিটি সুন্নত শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী।

আরও পড়তে পারেন-

হিজরত ও হিজরী সন: ত্যাগের মহিমা ও উজ্জীবিত হওয়ার প্রেরণা যোগায়

বিচারহীনতার অপসংস্কৃতি রোধ করা না গেলে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার রাশ টেনে ধরা যাবে না

দাম্পত্য কলহের আশঙ্কাজনক বৃদ্ধি: ঘণ্টায় ঘন্টায় সংসার ভাঙছে

ইসলামের মত একটি সমৃদ্ধ ও যুক্তিভিত্তিক ধর্ম আর কোনোটি নেই: রাণী এলিজাবেথ

ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: ওবামা

আজ শুক্রবার কামরাঙ্গীরচরে রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নবীজির সুন্নত যেভাবে ব্যক্তি জীবনে রয়েছে, সেভাবে সামাজিক ও রাষ্ট্রীয় কাজেও নবীর সুন্নত আছে। নবীজির সুন্নত মতো জীবন পরিচালনা যেমন বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যকর ও উপাকরী। অনুরূপভাবে নবীর সুন্নত মতো দেশ ও সমাজ পরিচালনায় রয়েছে মানুষের সার্বিক মুক্তি এবং সহজ, সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

ব্যক্তি জীবনে সুন্নত পালনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার সুন্নত পালনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ##

উম্মাহ২৪ডটকম:এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।