Home স্বাস্থ্য ও চিকিৎসা আমেরিকার অর্থনীতিতে ধস নামলেও বাংলাদেশের জিডিপি ঠিকই আছে: স্বাস্থ্যমন্ত্রী

আমেরিকার অর্থনীতিতে ধস নামলেও বাংলাদেশের জিডিপি ঠিকই আছে: স্বাস্থ্যমন্ত্রী

উম্মাহ ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার বৈশ্বিক মহামারিতে আমেরিকা, ভারতসহ উন্নত বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছ। কিন্তু আমরা এখনও অনেকটা ভালো অবস্থানে আছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) ছয় শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে।’

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রাবাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আজ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অনেকেই না বুঝে না জেনে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল হয়েছে। বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে।’

আরও পড়তে পারেন-

মাস্ক পরলেই করোনার ঝুঁকি অনেকটাই কমে যায় উল্লেখ করে এসময় তিনি সবাইকে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমানন শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ অন্যান্যরা। এর আগে মানিকগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। ভ্যাকসিন এখন বিভিন্ন দেশে তৈরি হচ্ছে। সেই ভ্যাকসিন হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে।’

উম্মাহ২৪ডটকম: এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।