Home ধর্মীয় প্রশ্ন-উত্তর কিস্তি বা বাকীতে ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ জায়েয হবে কি?

কিস্তি বা বাকীতে ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত মূল্য নির্ধারণ জায়েয হবে কি?

প্রশ্ন: মুহতারাম মুফতী সাহে বহুজুর, আমি একটা অটোরিক্সা ক্রয়ে মনস্থ করেছি। বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম, যদি নগদে ক্রয় করি, তাহলে রিক্সার দাম নিবে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। আর যদি বাকীতে সাত মাসের কিস্তিতে ক্রয় করি, তখন দাম নিবে ৮০,০০০/- (আশি হাজার) টাকা।

অর্থনৈতিক সংকটের কারণে আমার জন্য নগদে ক্রয় করা খুবই কঠিন। আমি কি সাত মাসে কিস্তি পরিশোধের শর্তে ক্রয় অতিরিক্ত মূল্যে অটোরিক্সাটি ক্রয় করতে পারি? শরীআতের আলোকে আমার জন্য এই লেনদেন জায়েয হবে কি, জানিয়ে বাধিত করবেন।

উত্তর: বিক্রেতা যদি বলে থাকেন- আমার রিক্সা নগদে নিলে ৭০,০০০/ (সত্তর হাজার) টাকা। আর যদি বাকীতে মূল্য পরিশোধ করতে চান, তবে ৮০,০০০/- (আশি হাজার) টাকা দাম সাত মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে।

এখন আপনি যদি কিস্তিতে পরিশোধের শর্তে বাকীতে অটোরিক্সাটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে ৮০,০০০/- টাকায় ক্রয় করেন, শরীয়তের আলো এই লেনদেন জায়েয আছে। বাকীতে ক্রয়-বিক্রয়ের সুরতে বিক্রিত মালের মূল্য নগদের চেয়ে বেশী লেন-দেন করা জায়েয আছে।

প্রমাণে-

  • হিদায়া, খণ্ড- ৩, পৃষ্ঠা- ২১-৭৪
  • দুররুল মুখতার মাআশ শামী, খণ্ড.৪,পৃষ্ঠা৫৩১
  • ফাতাওয়ায়ে শামী, খণ্ড- ৫, পৃষ্ঠা- ১৪২
  • ফাতাওয়ায়ে উসমানী, খণ্ড- ৩, পৃষ্ঠা- ১১৫-১১৬

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-