Home কবিতা ফিরব না কোন দিন

ফিরব না কোন দিন

।। মালেকা ফেরদৌস ।।

চুপিসারে আসে রাত, শুয়ে থাকে নদী চুপচাপ-
এখানে নিমীল জলে ভেসে যায় দশমীর চাঁদ,
ক্রমে হৃদয়ের কাছে অনেক গভীরে, -(মনে হ’ল
আজ আমি নই কেউ) নরম জোছনায় দ্বীপের শরীর
ছুঁয়ে- দ্রবি তা মনের ভেতর-অকারণ বেদনার
নীল জলে ভাসি বার বার, সব ফেলে চলে যাব?
আসব না আর?

তবুও ভোর হবে, অঘ্রাণের কুয়াশায় ধূসর
কোন মাঠের ভেতর- সোনা রং ধান, গন্ধ ছড়াবে ঘাস,
ইলিশের রুপালী ঝিলিক আর হাসান মাঝিদের
কোলাহল নিয়ে মধ্য গগনে সূর্যের তাপ বাড়বে কখনো,
পুরনো শস্যের ক্ষেত ভরে যাবে ফসলে সম্পদে,
ভরে যাবে সুপুরীর বন কমলা রংয়ের ফলে
গৃহ বধু কোন এক দাঁড়াবে দুয়ারে, পানে রাঙা
দু’টো ঠোঁট, কখন আসবে প্রবাসী সন্তান তার।
পাখিদের কোলাহল ছড়াবে বাতাসে ঝরবে শিশির
সারারাত, কিছুই জানব না আমি,- চলে যাবে আরও কতকাল!

মাটির ঘ্রাণ আর নদীর গন্ধে কাটবে কি কোন কিশোরীর কাল!
কোন অষ্টাদশীর চোখের কাজল ক্ষয়ে যাবে
কখনও শ্রাবণের সজল আকাশ,
বাদলের ধারা বুকের ভেতর বইবে চিরকাল!
জানিনে আবার কখন উঠবে আকাশে চাঁদ
কাশবনে কেঁপে উঠবে হাওয়া।

অপেক্ষা আকুল কোন বালিকার ব্যথাতুর মন
কাউকে কোনদিন ছুঁয়ে যাবে নাকি!
কিছুই জানবো না আমি, ফিরব না কোন দিন!

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।