Home স্বাস্থ্য ও চিকিৎসা নকল মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান গ্রেফতার

নকল মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান গ্রেফতার

নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়তে পারেন-

এর আগে গত ৮ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম। টিমের অপর সদস্যরা হলেন উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান।

গত এপ্রিল মাসে করোনাভাইরাসের চিকিৎসায় নির্ধারিত ঢাকার মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগার থেকে যেসব এন-৯৫ মাস্ক পাঠানো হয়, সেগুলো এন-৯৫ মোড়কে থাকলেও ভেতরে সাধারণ মাস্ক ছিল।

এসব মাস্ক সরবরাহ করেছিল জেএমআই গ্রুপ।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ এসব মাস্ক সরবরাহের ঘটনা ব্যাপক সমালোচনা তৈরি করে।

মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিটও করা হয়।

উম্মাহ২৪ডটকম: এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।