Home রাজনীতি ধর্ষণ-ব্যভিচার বন্ধে ইসলামী আইনের বিকল্প নেই : ...

ধর্ষণ-ব্যভিচার বন্ধে ইসলামী আইনের বিকল্প নেই : ইসলামী ঐক্যজোট

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ওই ঘটনায় জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নোয়াখালীতে স্বামীকে বেঁধে গৃহবধুর উপর পাশবিক নির্যাতনের বিবরণ পড়ে আমরা লজ্জিত। এঘটনায় প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। সভ্যতার যুগে এমন বর্বর কায়দায় নারীর উপর নির্যাতন ভাবতেই যেন গাঁ শিওরে উঠে।
তারা বলেন, সব ধরণের পর্ণ সাইট বন্ধ এবং অশ্লীলতা ও নারীকে পণ্য হিসেবে দেখানোর প্রবণতা নিষিদ্ধ করে আইন করতে হবে। ধর্ষণ বৃদ্ধিতে এসব অপসংস্কৃতি বড় ভূমিকা রাখছে। এটাকে খাঁটো দেখার কোন সুযোগ নেই।

আরও পড়তে পারেন-

তারা বলেন, ইসলামী শান্তি ও নিরাপত্তার ধর্ম। ধর্ষণ-ব্যভিচার বন্ধে ইসলামী আইনের বিকল্প নাই। ধর্ষকদের বিচার প্রকাশ্যে ইসলামী আইনে কার্যকর হলে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে। নারীদের ইজ্জত ও সম্ভ্রমের হেফাজত হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতার করে ইসলামী আইনে কঠোর শাস্তির দাবী জানান।

উম্মাহ২৪ডটকম: এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।