Home রাজনীতি ফ্রান্সে রাসূল (সা.)এর অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে যুব জমিয়ত

ফ্রান্সে রাসূল (সা.)এর অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে যুব জমিয়ত

ফ্রান্সে বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন এঁকে দেয়ালে দেয়ালে প্রদর্শন, ধারাবাহিকভাবে ইসলামবিদ্বেষী পদক্ষেপ এবং মুসলমানদের হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে যুব জমিয়ত বাংলাদেশ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার, বেলা ১২ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূল (সাঃ)এর ইজ্জত রক্ষায় বিশ্বের ইসলাম প্রিয় তৌহিদী জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে।

আরও পড়তে পারেন-

আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে এনে নেক্কারজনক ঘটনার জন্য কৈফিয়ত তলব করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাতে হবে। সর্বপ্রকার ফরাসি পণ্য বয়কট করতে হবে। যে পর্যন্ত ফরাসি সরকার এ ঘটনার জন্য ক্ষমা না চাইবে সে পর্যন্ত যুব জমিয়তের কর্মীরা রাজপথে ত্যাগ করবে না, ইনশাআল্লাহ

যুব জমিয়ত ঢাকা মহানগরীর সভাপতি মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম সুলাইমান মাদানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মুফতি মিজানুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, সহ সাধারন সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ আসেম, সহ সাধারণ সম্পাদক মুফতি হামিমুজ জামান প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।