Home রাজনীতি রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহ’র কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে: সিলেট মহানগর জমিয়ত

রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহ’র কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে: সিলেট মহানগর জমিয়ত

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় বক্তারা বলেন, রাসুল (সাঃ) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা নবীজি (সাঃ)কে জীবন, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও বেশী ভালোবাসি।

ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমান করায় বিশ্ব মুসলিম উম্মাহ চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাঙ্গচিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহ’র কাছে ফ্রান্সের ক্ষমা চাইতে হবে।

বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যে ইসলামবিরোধী কার্জকলাপ চালিয়ে যাচ্ছেন তার পরিণাম শুভ হবে না। খুব শীঘ্রই ফ্রান্সের মাটিতে আসমানী গজব নাজিল হবে- ইনশাআল্লাহ।

আরও পড়তে পারেন-

বক্তারা সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফ্রান্সের পণ্য বয়কট করার অনুরোধ জানান। রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষনার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান।

বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানান নতুবা ফ্রান্স দূতাবাস ঘেরাও করে জ্বালিয়ে দিতে বাধা হবে তৌহিদী জনতা!

মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সিনিয় সহসভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, শায়খুল হাদীস মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, জেলা জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম,

কোতোয়ালী থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির বাবর, কেন্দ্রীয় যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুকমান হাকিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা আব্দুল্লাহ নেজামী, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা ছদরুল আমিন, মাওলানা কবির আহমদ, মাওলানা মুফতি আব্দুল মোমিন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা বাহা উদ্দিন বাহার, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আবু খয়ের, আতিকুর রহমান নগরী, কায়ছান মাহমুদ আকবরী, হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।