Home কবিতা প্রিয়তম কবি

প্রিয়তম কবি

।। মালেকা ফেরদৌস ।।

কালের কন্ঠ তুমি নিঃশব্দ মেঘ,
পাখিদের ভাষা বোঝ নদীর আবেগ।
ভোরের নরম রোদ অপরাহ্নের ছায়া,
রেখে যাও শব্দহীন শব্দের মায়া।
স্পর্শ করি তোমায় আমি ভাসতে গিয়ে হাওয়ার স্রোতে,
মেঘ বালিকার স্বপ্ন দোলে নীল যমুনায় জ্যোৎস্না রাতে।
কিযে নাম দেব তোমার আদিগন্ত খুঁজি-
তুমিই অনল তবে তুমি হীম বুঝি !
বিশ্বাসের চিত্রকল্পে এঁকে যাও ছবি,
প্রমিত পুরুষ তুমি প্রিয়তম কবি।

উম্মাহ২৪ডটকম: এসএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।