Home কবিতা আমি পালাতে থাকি

আমি পালাতে থাকি

।। মালেকা ফেরদৌস ।।

স্কুলের গেটে গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা
একটি শিশু আমাকে পেছনে ফেরায়-
আমি আমার শৈশবকে খুঁজতে থাকি।

পাথুরে মূর্তির মত শিশুটি বিষন্ন দাড়িঁয়ে থাকে ঠাঁয়,
কেমন পাষাণপুরীর মত নিস্তব্ধ!
আমার শ্বাসকষ্ট হতে থাকে….!

আমার শৈশব ছিল- পাহাড়ি নদীর মত ধাবমান
পুষ্পিত পাখির মতই লাবণ্যময় অনিন্দ্য সুন্দর।
আমি স্বপ্নের ভেতর হাঁটতে থাকি,
নিরন্তর সবুজ পেরিয়ে বাতাসের ভেতর,
মুন্সিজীর প্রার্থনার পবিত্র সুর তরঙ্গের মত ছড়িয়ে পড়ে।

আমি হাঁটতে থাকি অবিরাম, স্কুল, উঠোন, বৃক্ষ, পুকুর, পাখি,
সুর করে নামতা পড়া দু’চোখে রাজ্যের ঘুম,
স্পষ্ট মায়ের ডাক, – সব ফেলে আমি হাঁটতে থাকি- হাঁটতে থাকি….।

পন্ডিত স্যারের হাতের বেত প্রলম্বিত হতে হতে
তরুণ বৃক্ষের মত দুলতে থাকে, আমি বিশাল বৃক্ষবহুল
বনভূমি পেরুতে থাকি, সব বৃক্ষই যেন সুনীল স্যার
হয়ে যায়, বিষন্ন শিশুটি ক্রমশঃ এগিয়ে আসে,
আমি পালাতে থাকি…।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।