Home ইসলাম নারীদের মাথার চুল কাটার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নারীদের মাথার চুল কাটার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নারীদের মাথার চুল কি কাটা যাবে? নারীদের মাথার চুল কাটা কি শরীয়তসম্মত? এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে একটি প্রশ্ন করেছিলেন জনৈক ব্যক্তি।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘নবী করীম সাল্লাল্লাহু সালামের স্ত্রীগণ তাদের মাথা থেকে চুল কেটেছিলেন। যার বর্ণনা বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। এ হাদিস মোতাবেক মুসলিম মহিলাদের চুল কাটা কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে এ হাদীসের কী ব্যাখ্যা?’

এ প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে বলা হয়, ‘মহিলাদের মাথার চুল কাটা জায়েজ নেই। আজকাল কিছু পাপাচারী ও ফ্যাশনেবল নারীরা তাদের মনমতো জিন্দেগি পরিচালনার নিমিত্তে মাথার চুল কাটে। এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়।’

আরও পড়তে পারেন-

আর নবী আকরাম সাল্লাল্লাহু সালামের স্ত্রীগণ যে তাদের মাথার চুল কেটেছিলেন সেটা কোন সৌন্দর্যের কারণে ছিল না। বরং রোগের কারণে ছিল।

এর ব্যাখ্যা বিখ্যাত ফতোয়ার কিতাব-এমদাদুল আহকাম, চতুর্থ খন্ড (৩৫৪ থেকে ৩৫৭ পৃষ্ঠা পর্যন্ত) ও মাকতুবাতে ইলমিয়্যাহর (৫৭ থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত) মাঝে রয়েছে। যাদের অতিরিক্ত জানার প্রয়োজন তারা এ দুই কিতাবের মাঝে বিস্তারিত দেখে নিতে পারেন।

দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়ার লিঙ্ক: https://daruliftadeoband.com/home

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।