Home ইসলাম আফগান প্রতিনিধিকে শায়খ আল সুদাইসের সম্মাননা

আফগান প্রতিনিধিকে শায়খ আল সুদাইসের সম্মাননা

আফগানিস্তানের মন্ত্রীকে পবিত্র মসজিদুল হারামে স্বাগত জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। গত শুক্রবার (১১ জুন) আফগান মন্ত্রীকে স্মৃতিস্মারক প্রদান করে আল সুদাইস তাঁকে অভ্যর্থনা জানান।

পাকিস্তানের ধর্ম ও আন্তধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রী ড. নুর আল হক কাদেরি, আফগানিস্তানের হজ, ওয়াকফ ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ মুহাম্মদ কাসিম হালিমি ও অন্যান্য অতিথিদের সঙ্গে শায়খ আল সুদাইসের সৌজন্য সাক্ষাত হয়।

আরও পড়তে পারেন-

kalerkantho
আফগানিস্তানের মন্ত্রী শেখ মুহাম্মদ কাসিম হালিমিকে স্মৃতিস্মারক প্রদান করেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

আফগান শান্তি সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় শায়খ আল সুদাইস মক্কায় আগত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলন ইতিবাচক ভূমিকা পালন করবে তিনি আশাবাদ প্রকাশ করেন। 

গত বৃহস্পতিবার মক্কায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ ব্যক্তিবর্গ মিলিত হন। পুনর্মিলন প্রক্রিয়ার সমর্থনে যুদ্ধবিরোধী উভয় পক্ষের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ইস্যুর নিরাপত্তা নিশ্চিত করতে সংঘাতের চূড়ান্ত ও সার্বজনীন সমাধানের তাঁরা একটি শান্তি ঘোষণায় স্বাক্ষর করেন।

সূত্র: আরব নিউজ।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।