Home কবিতা বারুদের গন্ধ

বারুদের গন্ধ

।। মালেকা ফেরদৌস ।।

পিতৃ শোকে (পিতা দাউদ আ.) স্তব্ধ, কাতর নবী সুলাইমান।
পুত্রের হাহাকার যেন গোলার্ধ ভেদ করে
চলে যায় ঊর্ধ্বাকাশে।
যে মহাকাল জন্ম দেয় স্বর্ণতপ্ত ভোর,
মোহময় রাত আর তারকামণ্ডিত আকাশ,
সবই তো ধ্বংসের অধীন!

উদ্বেলিত তরঙ্গের আবর্তের মত অকুণ্ঠিত শব্দের বিস্ময়ে-
চোখ মেললেন নবী, মুক্তা গলানো তরল রশ্মির মত।
পক্ষ বিস্তারি দেবদূতেরা এলেন,পাখায় অজস্র বর্ণের ঐকতান-
নবীকে অভয় দিলেন- হতাশ হবেন না হে নবী!
আমরা সপ্ত বায়ুর পরিচালক, আপনার অধীন।
বেদনা- মথিত হৃদয় ভরে উঠলো আলোর সঞ্চারণে,
চোখে অশ্রুর ঢল।

উত্তাল সমুদ্রের ঢেউ উঠে এলো রূপালী জোয়ারে,
এ কেমন কম্পন শুরু হল পৃথিবীতে! সমুদ্রের প্রাণীরা,
তাবৎ জগতের প্রাণীরা এলো, সবাই আনুগত্যে নত,
হে নবী, আমরা আমাদের মালিকের ইচ্ছায় আপনার অধীন
আপনি রাজা সুলাইমান, আমরা আপনার অধীন! অধীন!

নবীর চারপাশে পুষ্পের মত পাখিদের শোরগোল,
সবাই ব্যাঘ্র নবীকে তাদের কথা বলতে-
যা কেউ কোনদিন শোনেনি, অন্য এক পৃথিবীর সৃষ্টির গল্প।
পাখিদের সুরেলা মিষ্টি কণ্ঠ, চঞ্চল স্বভাব, বুদ্ধিমত্তায় নবী মুগ্ধ।
পেখম তুলে নাচলো ময়ূর, পালকের বাহারি রঙয়ের দোলায় মাথা নাড়ল সবাই-
আল্লাহর শ্রেষ্ঠ বান্দা যারা সেই উত্তমরাই তোমার সঙ্গী প্রিয় নবী।
বুলবুলি বাঁশির সুরে গাইতে গাইতে বললো- প্রশান্তিই সুখের সেরা।
ঘুঘুর সুরে নিরালা দুপুর ভেঙ্গে খান খান-
মানুষের নানা কাণ্ডের বর্ণনা দিলো-
এবং বলল তাদের জন্ম না নেয়াটাই ছিল উত্তম!
হুপুর দিকে ফিরলেন নবী, পাখিটি ভীষণ পছন্দ তাঁর-
ক্ষমা করতে না জানলে তার ক্ষমা প্রত্যাশা ঠিক না,
উদাস ফিঙ্গে বললো- হে পৃথিবীর প্রবীণেরা, সবাই প্রত্যাবর্তন করবে
যিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁর কাছে,
কল্যাণের পথে থাক সব পাখিরা মিলে গাইলো।

পেলিকেন বিনীতভাবে আল্লাহর প্রশংসা আবৃত্তি করলো-
প্রলয়ে সব লয় হবে নিরাপদ সে মিতভাষী যে।
ঈগল আকাশে চক্কর দিয়ে এসে বিনয়ে বলে-
দীর্ঘ জীবন যতই হোক তাকে ফিরে যেতে হবে।
হঠাৎ লাল ঝুটিওয়ালা মোরগ ডেকে উঠলো আকাশে তাকিয়ে,
হুপিও নবীর পাশ ঘেঁষে দাঁড়াল ।

কল-কাকলির ভেতর কিছু পাখির আর্জি শুনলেন নবী,
আশ্রয় চাই, বাসা বাঁধবার জায়গা চাই, এ দাবী ভুলে যাননি নবী।
উপাসনালয়ে, নবীর প্রাসাদে কার্নিশ হল, এক নতুন ইতিহাস গড়লেন।
পায়রা পেখম মেলে, ঘুঘু গায়, ছোট পাখিদের গানে প্রণয়ে ভরে থাকে রাতদিন।

জেরুসালেমের আকাশ পাখির ঝাঁকে ঢেকে যায়।
এখন সে আকাশে ইতিহাসের দীর্ঘশ্বাস আর বারুদের গন্ধ।

[উৎসর্গ- বন্ধু বুলবুল সরওয়ারকে]

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।