Home ইতিহাস ও জীবনী দারুল উলূম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদের সংক্ষিপ্ত পরিচিতি

দারুল উলূম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদের সংক্ষিপ্ত পরিচিতি

- ফাইল ছবি।

১৯৫০ ইংরেজী মোতাবেক ১৩৭২ হিজরীতে চট্টগ্রামের প্রসিদ্ধ থানা হাটহাজারী সদরের অন্তর্ভূক্ত ৮নং ওয়ার্ড দক্ষিণ মীরেরখীল গ্রামে এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে জন্ম গ্রহণ করেন হযরত আল্লামা শেখ আহমদ। তাঁর পিতার নাম জনাব কেরামত আলী সাহেব।

আল্লামা শেখ আহমদের বয়স যখন ৬ বৎসর পূর্ণ হয়, তখন ইলমে নববীর পিপাসা মিটানোর জন্য তাঁর পিতা তৎকালীন দারুল উলূম হটহাজারী মাদ্রাসার মুহতামিম হাকিমুন নফ্স আল্লামা শাহ আব্দুল ওয়াহহাব( রাহ.)এর হাতে তাঁকে সোপর্দ করেন। তখন তিনি তখনকার নাজেরা বিভাগের জিম্মাদার ক্বারী আব্দুল বারী সাহেব (রহ.)এর কাছে নাজেরাখানায় পড়ার জন্য ভর্তি করেন। নাজেরাখানা থেকে নিয়ে দাওরায়ে হাদীস (মাস্টার্স), তাফসীর এবং ফনূনাতের কিতাব সমূহ দারুল উলূম হাটহাজারীতেই শেষ করেন।

উল্লেখযোগ্য শিক্ষক মন্ডলী

 بخارى شريف পরিপূর্ণ শায়খূল হাদীস হযরত আল্লামা আব্দুল কাইয়ূম সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 مسلم شريف، هداية آخرين، مقدمة در المختار، الاشباه والنظائر، شرح عقود رسم المفتى
مختصر المعانى، ইত্যাদি কিতাব হযরত আল্লামা মুফতি আহমদুল হক্ব সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 ترمذى شريف، قاضى حمد الله، تصريح، حجة الله البالغة، شرح صغمينى ইত্যাদি কিতাব শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল আজিজ সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 مشكوة شريف ثانى، تفسير ابن كثير، حسامى، مطول، ইত্যাদি কিতাব দারুল উলূম হাটহাজারির সাবেক মুহতামিম আল্লামা আব্দুল হামীদ সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 نسائى شريف، طحاوى شريف، بيضاوى شريف ২য় বার هدايه آخرين ও مسلم الثبوت، شمس بازغة ইত্যাদি কিতাবসহ আরো অসংখ্য কিতাব শায়খুত তাফসীর হযরত আল্লামা আবুল হাসান সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 ابن ماجه شريف، شرح عقائد، سلم العلوم، مقامات حريرى ইত্যাদি কিতাব হযরত আল্লামা মুহাম্মদ আলী মীরসরাঈ রহ. এর কাছে পড়েছেন।
 موطأ إمام مالك، جلالين شريف اول، ميبذى، مناظره رشيدية، مير زاهد، ملاجلال، توضيح ইত্যাদি কিতাব সমূহ সাবেক মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 جلالين شريف ثانى، شرح تهذيب، نفحة العرب، قصيده برده হযরত আল্লামা হাফিজুর রহমান সাহেব (প্রকাশ পীর সাহেব) হুজুরের কাছে পড়েছেন।
 هدايه اولين، شرح جامى، اصول الشاشى، ديوان على ইত্যাদি কিতাব হযরত আল্লামা নাদেরুজ্জমান সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 كنز الدقائق، ديوان حماسه، مرقات، ميزان المنطق ইত্যাদি কিতাব হযরত আল্লামা নজীর আহমদ সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 شرح الوقاية، سبع معلقات، হযরত আল্লামা কাছেম ফতেহপুরী সাহেব রহ. এর কাছে পড়েছেন।
 نفحة اليمن، تعليم المتعلم، হযরত আল্লামা সোলাইমান আরমান (প্রকাশ কাতেব সাহেব) রহ. হুজুরের কাছে পড়েছেন।

দরস ও তদরীস

দারুল উলূম হাটহাজারী থেকে ফারেগ হওয়ার পর একই বৎসর ১৩৯৩ হিজরীর শাওয়াল মাসে হুজুরকে উম্মুল মাদারিসের আসাতিজায়ে কেরামগণ দারুল উলূমের খেদমতের জন্য নিযুক্ত করেন। প্রথম বৎসরই كافية، قدورى، اصول الشاشى، ميزان ومنشعب ইত্যাদি কিতাব সমূহ পাঠদানের মাধ্যমে হযরতের শিক্ষকতা জীবন শুরু হয়। তারপর ১৪০৫ হিজরী পর্যন্ত দারুল উলূম হাটহাজারীর খেদমতে মশগুল ছিলেন। অতপর দারুল উলূম হাটহাজারী থেকে পৃথক হয়ে এক বৎসর জামিয়া ওবাইদিয়া নানুপুরে যোগদান করেন। ১৪০৭ হিজরীতে আবারও দারুল উলুম হাটহাজারীতে যোগদান করেন। এবং ঐ সময় থেকে ১৪২৫ হিজরী পর্যন্ত দারুল উলূম হাটহাজারীর খেদমত আঞ্জাম দিয়ে যান। এই সময়ের মধ্যে দারুল উলূম হাটহাজারীতে ترمذى شريف مكمل، ابوداؤدشريف مكمل، مؤطا إمام مالك، جلالين شريف مكمل، هداية اولين، هدايه آخرين، ميبذى، شرح عقائد النسفى، سلم العلوم ইত্যাদি কিতাব সমূহ পাঠদান করান। (অর্থাৎ ছোট বড় এমন কোন কিতাব নাই, যেটা দারুল উলূম হাটহাজারীতে তিনি পাড়াননি)।

আরও পড়তে পারেন-

অতপর, ১৪২৫ হিজরীতে জামিয়া ওবাইদিয়া নানুপুরে শায়খুল হাদীস হিসাবে যোগদান করেন। ১৪৩৯ হিজরীতে সাবেক মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব দা: বা: এর আহবানে দারুল উলূম হাটহাজারীতে আবারো ফিরে আসেন।

হযরতের উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ

হযরতের হাজার হাজার ছাত্রবৃন্দ সমগ্র বিশ্বের আনাছে কানাছে বিভিন্ন খেদমতে রয়েছেন। বর্তমান বাংলাদেশের বড় বড় মুহাদ্দিসীনে কেরাম, শায়খুল হাদীস, মুহতামিম, মুফতী, বক্তা ও খতীব হুজুরের ছাত্রদের মধ্যে রয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হলেন-

  • ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও শায়খুল হাদীস, বেফাকের বর্তমান মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব।
  • ঢাকা শেখ জাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব।
  • দারুল উলূম হাটহাজারীর সাবেক যু্িক্ত ও তর্ক বিভাগের অধ্যাপক
  • আল্লামা আজিজুল হক্ব আল মাদানী সাহেব।
  • জামেয়া রহমানিয়া ঢাকা এর প্রধান মুফতি বহু গ্রন্থের প্রণেতা মুফতি হিফজুর রহমান সাহেব।
  • বি. বাড়িয়া দারুল আরকামের পরিচালক মাওলানা সাজেদুর রহমান সাহেব।
  • দারুল উলূম হাটহাজারীর মুফতি কিফায়াতুল্লাহ সাহেব।
  • দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা ওমর মেখলী সাহেব।
  • দারুল উলূম হাটহাজারীর মাওলানা মুফতি জসিম উদ্দীন সাহেব।
  • দারুল উলূম হাটহাজারীর মাওলানা আহমদ দিদার কাছেমী সাহেব।
  • নানুপুর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
  • ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব
  • বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মুহিব্বুল্লাহ হিল বাকী।

তাসাউফ ও সুলূক

শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ ইলমে জাহেরের কোর্স শেষ করার পর ইলমে বাতেনী হাসেল করার ইচ্ছায় মুফতি আজম হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহ. এর হাতে বায়আত গ্রহণ করেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহ. এর ইন্তিকালের পর হযরত মাওলানা হাফিজুর রহমান (প্রকাশ পীর সাহেব) হুজুরের হাতে বায়আত গ্রহণ করেন। যিনি কুতুবে আলম আল্লামা জমীর উদ্দীন সাহেব রহ. এর খলীফা ছিলেন। এবং আল্লামা জমীর উদ্দীন সাহেব রহ. ইমাম রব্বানী রশীদ আহমদ গঙ্গুহী রহ. এর খলীফা ছিলেন। কয়েক বৎসর অতিবাহিত হওয়ার পর পীর সাহেব হুজুর রহ. আল্লামা শেখ আহমদ সাহেব দা: বা: কে খেলাফত প্রদান করেন।

তারপর দারুল উলূম হাটহাজারীর সাবেক মহাপরিচালক শায়খুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফি সাহেব দা: বা: এর হাতে বায়আত গ্রহণ করেন। যিনি শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর খলীফা। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লামা শাহ আহমদ শফি সাহেব দা: বা: থেকেও খেলাফত অর্জন করেন। প্রচার বিমুখ আরো একজন মুরুব্বী হযরত আল্লামা নোমান সাহেব পটিয়াভী রহ. থেকেও খেলাফত অর্জন করেন। তিনিও শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর খলীফা ছিলেন।

লিখিত কিতাব সমূহের মধ্যে উল্লেখযোগ্য-

(১) মিনহাজুল বারী শরহে বোখারী ১-৩ খন্ড, (২) তাকরীরে তিরমিজি শরীফ, (৩) তাকরীরে আবুদাউদ শরীফ, (৪) তানজীমুদ্দিরায়া ফিল আহাদিসিল মাওজুয়া, (৫) উসূলে হাদীস এবং উসূলে তাফসীর, (৬) তানজীমুল মাখজুন লিআছমায়িল উলূম ওয়াল ফুনুন, (৭) কুরআনী মা’লূমাত এবং (৮) জিয়াউল বোরদাহ শরহে কছিদাহ বোরদাহ অন্যতম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।